এতদদ্বারা তেঁতুলিয়া উপজেলার সকল কার্যকর সমবায় সমিতির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমবায় সমিতি বিধিমালা,২০০৪(সংশোধিত,২০২০) এর ৫৭ বিধি মোতাবেক সমবায় বর্ষ সমাপ্তির তারিখ হতে ৩০(ত্রিশ) দিনের মধ্যে হিসাব বিবরণী দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এমতাবস্থায় আগামী ৩০-৭-২০২৪ তারিখের মধ্যে ফরম-১০ মোতাবেক নিম্নলিখিত হিসাব বিবরণী দাখিল করার জন্য সবিনয় অনুরোধ করা হলো:
(ক) নগদান হিসাব (ক্যাশ একাউন্ট)
(খ) উদ্বত্ত পত্র (ব্যালান্স শীট)
(গ) লাভ-ক্ষতির হিসাব (প্রেফিট ও লস্ একাউন্ট) এবং
(ঘ) লাভ-ক্ষতির বন্টন হিসাব (প্রফিট এন্ড লস্ এপ্রোপিয়েশণ একাউন্ট)
মোঃ মামুন কবীর
উপজেলা সমবায় অফিসার
তেঁতুলিয়া, পঞ্চগড়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস