Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত

১। প্রতি অর্থ বছরে অত্র উপজেলার ১০০ জন সমবায়ীকে ভ্রাম্যমান প্রশিক্ষণের মাধ্যমে গবাদী পশু পালন, আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ, আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করন, সার ও কীটনাশক প্রয়োগ সংক্রামত্ম ও নিরাপদ খাদ্য উৎপাদন সংক্রামত্ম প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া মাদক,বাল্যবিবাহ,যৌতুক,নারী শিক্ষা ও নির্যাতন,বৃক্ষ রোপন ইত্যাদি বিষয়ে সমবায়ীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা।

২। সমবায় সমিতি সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে সমবায় সংক্রান্ত আইন ও বিধিমালা এবং সকল প্রকার রেকর্ডপত্র লেখন সংক্রামত্ম ও সমিতির আয় ব্যয়ের বিভিন্ন নিয়মনীতি প্রশিক্ষণ প্রদান করা হয়।

            বাংলাদেশ সমবায় একাডেমী কোর্টবাড়ী, কুমিলস্না ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এ সমবায়ীদের প্রশিক্ষণ সংক্রামত্মঃ- বাংলাদেশে ১১ টি আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে ও বাংলাদেশ সমবায় একাডেমী কোর্টবাড়ী, কুমিলস্না তে সমবায়ীদেরকে আয়-বর্ধক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয় যেমন- মোবাইল সার্ভিসিং,টেইলারিং, বস্নক বাটিক, আইজিএ, ইলেকট্রনিক, মৎস্য চাষ, গবাদী পশু পালন ও বসতভিটায় সবজীচাষের প্রশিক্ষণ প্রদান করা হয়।